কাঁথি: ঘটনার ঘনঘটা লেগেই রয়েছে পূর্ব মেদিনীপুরে৷ তারই মাঝে এবার বোমা ফাটালেন রাজ্যের মৎস্য মন্ত্রী তথা তমলুকের দাপুটে তৃণমূল নেতা অখিল গিরি৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করার পর অধিকারী পরিবারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, ‘‘কাঁথি তো বটেই আগামীদিনে পূর্ব মেদিনীপুর জেলা থেকে নির্মূল হয়ে যাবে বিজেপি৷’’
‘চোর’, ‘বেইমান’, ‘বিশ্বাসঘাতক’ সহ একাধিক বাছা বাছা বিশেষণে এদিন অধিকারী পরিবারকে আক্রমণ করেন অখিলবাবু৷ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, ‘‘লজ্জা লাগে না, তৃণমূলের এমপি হয়ে, বিজেপির হয়ে কথা বলছেন।’’ অধিকারী বাড়ির অদূরে একটি অনাথ আশ্রম ছিল৷ নিজেদের চলাচলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে সেই আশ্রমকেই এলাকা থেকে সরিয়ে ফেলা হয় বলে এদিন গুরুতর অভিযোগ এনেছেন অখিল গিরি৷
তাঁর অভিযোগ, ‘‘অনাথ শিশুদের আবাসন ছিল, নিজের ব্যবসা করার জন্যই সেই অনাথ আশ্রমটাকে তুলে দেওয়া হয়েছে। আজকে তারা কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে আসে। সেই জায়গাটা কারা কিনেছে আমরা জানতে চাই। ঘটনার তদন্ত হবে৷’’ দাবি করেছেন, ‘‘তৃণমূলে থাকাকালীন অন্য পথে অনেক টাকা রোজগার করেছেন। একটা পর একটা বেনিয়মের ফাই সামনে আসছে৷ প্রত্যেকটার তদন্ত হবে৷ একটা থেকেও রেহাই পাবেন না৷’’ এরপরই বিস্ফোরক দাবি করেছেন অখিল, ‘‘ওরা বলেছিল, নভেম্বরের পর নাকি আমাদের সরকার থাকবে না৷ নভেম্বরের পর ওদের দলটাই থাকে কি না, দেখবেন৷ কাঁথি তো বটেই, সারা রাজ্যে ওরা নির্মূল হয়ে যাবে৷’’