কলকাতা: “তৃণমূলে আসার জন্য ভাটপাড়া লাইন দিচ্ছে, পবন সিং একা নয়, ওদের বড়টাই লাইন দিচ্ছে তৃণমূলে আসার জন্য।’’ বিস্ফোরক দাবি তৃণমূল নেতা, বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ৷
‘এই বড়টা কে’ তাও স্পষ্ট করেছেন নির্মলবাবু, ‘‘২০২১এর মধ্যে আমরা বুঝিয়ে দেব ব্যারাকপুর বাহুবলির কোন স্থান নেই। আমরা আগামী কয়েকমাসের মধ্যে ব্যারাকপুরের ৭ টা বিধানসভাতেই আমরা বাহুবলির অস্তিত্ব মিটিয়ে দেব৷ ব্যারাকপুরে বহু বলির কোন স্থান নেই।” প্রসঙ্গত, অর্জুন সিংকে বাহুবলী বলে কটাক্ষ করে সেই অর্জুন সিংয়ের তৃণমূল ফিরে আসার জল্পনায় এদিন ফের একবার উস্কে দিলেন নির্মলবাবু৷
বুধবার তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন হল৷ এই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিং সম্পর্কে এমনই বিস্ফোরক দাবি করেন নির্মলবাবু৷ ‘এই বড়টা কে’ সব শেষে সেটাও স্পষ্ট করেছেন নির্মলবাবু৷ সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে নির্মলবাবু বলেন, ‘‘অর্জুন সিং তৃণমূলে আসার জন্য লাইন দিয়েছেন৷ ২০২১ এর আগেই সব দেখতে পাবেন।”
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের এক ঝাঁক উচ্চ নেতৃত্ব। খড়দহ টাটা গেট এলাকায় এই নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন হয় এদিন। মূলত আসন্ন খরদহ বিধানসভা উপনির্বাচনের ঠিক আগেই এই নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে নির্মলবাবুর এহেন বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে এলাকায় তীব্র রাজনৈতিক জল্পনা৷