জামুরিয়া: পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। জামুড়িয়ার শালডাঙায় ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরিচয়পত্র দেখানো সত্বেও তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়নি বলেই ঐশীর অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরে ভোটারদের বুথে নিয়ে যান ঐশী।
নির্দিষ্ট ঐ বুথে আসার পর ঐশী ঘোষ অভিযোগ করেন যে, তাঁর পরিচয় পত্র থাকলেও কেন্দ্রীয় বাহিনী তাঁর বুথে ঢুকতে দিচ্ছিল না। খানিকক্ষণের জন্য উত্তেজনময় পরিস্থিতির সৃষ্টি হয় ঐ বুথে। তবে কিছুক্ষণ পরেই ভোটারদের নিয়ে বুথে যান তিনি। ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। পরবর্তী ক্ষেত্রে অন্য বুথে যাওয়ার জন্য সেই বুথ থেকে বেরিয়ে যান জামুরিয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। আর সেইভাবে কোনও রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়নি।