হাওড়া হোম-কাণ্ডে বিস্ফোরক অগ্নিমিত্রা! কী বললেন বিজেপি নেত্রী?

হাওড়া হোম-কাণ্ডে বিস্ফোরক অগ্নিমিত্রা! কী বললেন বিজেপি নেত্রী?

হাওড়া: হাওড়ার সালকিয়ায় বাবুডাঙার শ্রীরাম ঢ্যাং রোডের হোমে শিশু নির্যাতন ও শিশু বিক্রির অভিযোগে অভিযুক্তদের নাম প্রকাশ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার করুণা উইমেন অ্যান্ড চিল্ড্রেন ওয়েলফেয়ার সোসাইটি নামের ওই হোমে যান তিনি।

সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই ঘটনা নিয়ে পুলিশকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। তাঁর দাবি আগামী ৭ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার এবং সিসিটিভি ফুটেজ সাধারণ মানুষের সামনে যেন নিয়ে আসা হয়। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামবেন। এর আগেও মহিলা মোর্চা রাস্তায় নেমে আন্দোলন করেছে। এই মুহূর্তে এই ঘটনায় তাঁরা রাস্তায় নেমেছেন। মহিলাদের উপর  নির্যাতন হলে তাঁরা তাঁদের পাশে আছেন বলে অগ্নিমিত্রা দাবি করেন।

তিনি বলেন, ‘‘এই ঘটনায় হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র ক্ষমতার অপব্যবহার করেছেন। ক্ষমতার অপব্যবহার করেছেন পুত্রবধূ গীতশ্রী অধিকারীও। প্রাক্তন ডেপুটি মেয়র কিছু জানেন না, তা হতে পারে না। গীতশ্রী অধিকারী ওই হোমের মালিক। তাঁরই নির্দেশ অনুযায়ী এই কাজ হয়েছে। এই ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’’

বিজেপি নেত্রীর অভিযোগ, ‘‘এই হোমে ছোট ছোট শিশুদের আনা হতো। তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে আর যৌন শোষণ করা হচ্ছে। এখানে যা কিছু হয়েছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। এই পশ্চিমবঙ্গে আট থেকে আশি কোনও মহিলার সুরক্ষা নেই৷’’ অগ্নিমিত্রা বলেন, ‘‘এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও হোমে আবাসিকদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কাছে তাঁর দাবি, ‘‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ সাধারণ মানুষের সামনে আনা হোক। যারা এই ঘটনায় যুক্ত তাদের নাম প্রকাশ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =