কলকাতা: বাগনানের ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগ জানাতে রাজ্য মহিলা কমিশনে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পল জানান, ‘‘আমাদের কার্যকর্তার স্ত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তারা কি স্টেপ নিয়েছে? আপনারা জানেন কালকেও আমি উলুবেরিয়া থানায় গিয়েছিলাম, এখানে মেন দুজন অভিযুক্ত বারবার যাদের নাম মহিলা করছেন কুতুবউদ্দিন মল্লিক এবং দেবাশিস রানা। তাদের এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আরো দু- তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই দুজন মেন অভিযুক্তকে কেন গ্রেফতার করা হল না? তাদেরকে কি আড়াল করে রাখা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন।’’
মহিলা কমিশনের চেয়ারপার্সেনকে অগ্নিমিত্রা বলেন, ‘‘গর্ভনিং হাসপাতালে ডাক্তারবাবু লিখছেন মেডিকেল রিপোর্টে ফিজিক্যাল অ্যাসল্ট। ফিজিক্যাল অ্যাসল্ট এবং গ্যাং রেপ দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। একজন ডাক্তারবাবুকে যেখানে মেয়েটি বলছে তার ধর্ষণ হয়েছে। মেয়েটি পাঁচ ছয়জনের নাম দিয়ে দিচ্ছে, সেখানে ডাক্তারবাবু কাঁপতে কাঁপতে বলছেন আমার চাকরি চলে যাবে। কেনই বা থরথর করে কাঁপতে হচ্ছে৷ আবার কেনই বা চাকরি চলে যাবে? কার প্রেসারে উনি লিখছেন, ধর্ষণকে ফিজিক্যাল অ্যাসল্ট? প্লিজ আপনারা বিষয়টা খোঁজ নিয়ে দেখুন৷’’
মহিলা কমিশন চেয়ারপার্সন লীনা গঙ্গপাধ্যায় বলেন, ‘‘উনি অভিযোগ জানানোর আগেই আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা সুয়োমোটো ইতিমধ্যেই করে দিয়েছি। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে৷ তবে অগ্নিমিত্রাদেবী জানালেন, প্রধান দুই অভিযুক্তকে নাকি এখনও পুলিশ গ্রেফতার করেনি৷ বরং আড়াল করছে৷ বিষয়টি আমাদের জানা ছিল না৷ আমরা খোঁজ নেব৷’’