ফের ভোটের হিংসা তপ্ত দুর্গাপুর, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর

দুর্গাপুল: লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই লাউদোহার পাটশাওড়া গ্রামে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী প্রতিমা বাগদীর অভিযোগ, বিজেপি আশ্রিত জনাকয়েক দুষ্কৃতী রড, শাবল, অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয়। ব্যাপক মারধর করে। তাদের হাত থেকে রেহাই পায়নি

ফের ভোটের হিংসা তপ্ত দুর্গাপুর, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর

দুর্গাপুল: লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই লাউদোহার পাটশাওড়া গ্রামে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ।

তৃণমূল কর্মী প্রতিমা বাগদীর অভিযোগ, বিজেপি আশ্রিত জনাকয়েক দুষ্কৃতী রড, শাবল, অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয়। ব্যাপক মারধর করে। তাদের হাত থেকে রেহাই পায়নি বাড়ির মহিলারাও। প্রতিমা দেবীরও হাত ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই ফরিদপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা সন্টু হালদার জানান, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই জড়িত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =