কলকাতা: ফের ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিন সকাল থেকে পরীক্ষার্থীদের ফোনে প্রশ্নপত্রের একটি পিডিএফ ফাইল ঘুরছিল। পরীক্ষার আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে দেখা যায় তা হুবহু মিলে গিয়েছে। ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন।
গত ১৫ ডিসেম্বর বিএড পরীক্ষা শুরুর আগেই ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় বালিগঞ্জ থানায় অভিযোগও দায়ের হয়৷ ওই দিন শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের বিএড প্রথম সেমেস্টারের পরীক্ষা ছিল। ১২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, তার কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে পরীক্ষার প্রশ্নপত্র। যা নিয়ে ১৬৭টি পরীক্ষাকেন্দ্রে বিভ্রান্তি তৈরি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই খবর যেতেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্ন মিলিয়ে দেখা হয়। দেখা যায়, কোনও মিল নেই। তবে এই ঘটনার জেরে পরীক্ষা বাতিল করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরীক্ষা ব্যবস্থা বানচাল এবং বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে কোনও অসাধু চক্র এই কাজ করেছে।’