ফের কেন্দ্রীয় দলের বিরুদ্ধে খড়্গহস্ত মুখ্যমন্ত্রী, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

ফের কেন্দ্রীয় দলের বিরুদ্ধে খড়্গহস্ত মুখ্যমন্ত্রী, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

কলকাতা: কেন্দ্রীয় দলের যৌক্তিকতা নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যসচিবের পত্রযুদ্ধে আবহে রাজিব সিনহার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে নিশানা করে বেশ কড়া অবস্থান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এবার সরাসরি কেন্দ্রীয় দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘কেন্দ্রীয় দল পাঠানোর যুক্তিকতা কী? এই সময় কাজ করব, না ওঁদের পেছনে হাজিরা দেব৷ সব সময় একটা অফিসার ১০ জনকে হাজিরা দেবেন? একজন অফিসার দশজনকে হাজিরা দেবে নাকি কাজ কবে৷ ওদিকে রক্তের সমস্যা, ওখানে কোয়ারেন্টিনের সমস্যা, ওখানে ডাক্তার পজিটিভ হয়ে গেছে, কী করবে, সেটা দেখবে, না হাজিরা দেবেন৷ কেউ যজি সহযোগিতা করতে চাই, আসতে আসতে পারেন৷ অসহযোগিতার জন্য কেউ নয়৷ এটা উপযুক্ত সময় নয়৷’’

আজ কেন্দ্রে পর্যবেক্ষক দল বিভিন্ন এলাকা পরিদর্শন করেন৷ জলপাইগুড়ি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা৷ বাঁকুড়া, হলদিয়া হাসপাতাল পরিদর্শন করেন দক্ষিণবঙ্গের পরিদর্শক দল৷ হলদিয়াতে কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন৷ খতিয়ে দেখেন লকডাউন পরিস্থিতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *