কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি ফের ১৯ ডিসেম্বর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ উঠবে। বৃহস্পতিবার স্যাটে বিচারপতি রঞ্জিত বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ দাসের এজলাসে মামলাটি ওঠে। এদিন সরকার পক্ষের আইনজীবী অপূর্বলাল বসু বলেন, ডিএ সংক্রান্ত মামলাটির ব্যাপারে তাঁদের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিভিউ পিটিশন করা হয়েছে। সরকারের আইনজীবী হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবের কাছে একটি চিঠি দিয়ে রিভিউ পিটিশনের শুনানির জন্য দ্রুত একটি বেঞ্চ গঠন করার অনুরোধ করেছেন। রিভিউ পিটিশনের নিস্পত্তি না হওয়া পর্যন্ত ডিএ মামলার উপর কোনও নির্দেশ না দেওয়ার অনুরোধ করা হয় স্যাটকে। সরকার পক্ষের এই বক্তব্যর বিরোধিতা করেন মামলার মূল আবেদনকারী আইনজীবী। স্যাট এরপর ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে। ওই দিনের মধ্যে রিভিউ পিটিশনের কোনও নিস্পত্তি না হলে ১৯ তারিখের পরের শুনানিতে রায় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্যাট।
ফের স্যাটে উঠছে মহার্ঘ ভাতা মামলার শুনানি
কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি ফের ১৯ ডিসেম্বর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ উঠবে। বৃহস্পতিবার স্যাটে বিচারপতি রঞ্জিত বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ দাসের এজলাসে মামলাটি ওঠে। এদিন সরকার পক্ষের আইনজীবী অপূর্বলাল বসু বলেন, ডিএ সংক্রান্ত মামলাটির ব্যাপারে তাঁদের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিভিউ পিটিশন করা হয়েছে। সরকারের আইনজীবী হাইকোর্টের প্রধান বিচারপতির