বছর ঘুরতেই আবার টেট পরীক্ষা! প্রস্তুতি নিচ্ছে পর্ষদ

বছর ঘুরতেই আবার টেট পরীক্ষা! প্রস্তুতি নিচ্ছে পর্ষদ

tet exam

কলকাতা: গত বছরের ডিসেম্বর মাসের ১১ তারিখ হয়েছিল টেট পরীক্ষা। প্রায় ৭ লক্ষ জন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ২০২২ সালে। বছর ঘুরতেই আবার এই পরীক্ষা নিয়ে প্রস্তুতি শুরু করেছে পর্ষদ বলে সূত্রের খবর। যদিও আইনি জটে আটকে ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। সেই আবহেই আবার টেট নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনুমান করা হচ্ছে, এই বছরও ডিসেম্বর মাসে হতে পারে টেট। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল যে, প্রত্যেক বছর টেট হবে, দু’বার নিয়োগ হবে বছরে। কিন্তু গত টেট নিয়োগ নিয়ে জটিলতা কাটেনি এখনও। যদিও পর্ষদ আইনি জটিলতা এড়িয়ে নিয়োগ করতে চায়। সেই মতোই টেট পরীক্ষা নেওয়া হবে। এই প্রেক্ষিতে আন্দাজ করা হচ্ছে, গতবারের মতো এবারেও ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কোনও এক রবিবার প্রাথমিক টেট পরীক্ষা নিতে উদ্যোগী পর্ষদ। তবে চূড়ান্ত ঘোষণা হতে এখনও সময় আছে। আশা করা হচ্ছে, পুজোর আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে তারা। 

পর্ষদ সভাপতির আরও বক্তব্য ছিল, এবার থেকে স্বচ্ছতা মেনেই পরীক্ষা নেওয়া হবে। এছাড়া টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন। তবে তিনি এও বলেন, টেট পাশ করা মানে চাকরি নয়। ২০১৪ সালে এবং ২০১৭ সালে পাশ করেছি বলে, চাকরি দিতে হবে, এটা নিয়ম নয়। টেট হল যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 4 =