Aajbikel

ফের শুভেন্দুর সভা নিয়ে জটিলতা, রাজ্যের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

 | 
শুভেন্দু

কলকাতা: ফের সভার অনুমতি চেয়ে না পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। মালদায় হবিবপুর এবং মানিকচকের সভা করার অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু তা না পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। 

উচ্চ আদালতের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানি পর্বে এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়, নিরাপত্তার ইস্যুতেই সভার অনুমতি বাতিল করা হয়েছে। বক্তব্য, যেহেতু আর একটি সভা রয়েছে সেদিন তাই আগে থেকেই পুলিশ মোতায়ন করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। নতুন করে বিজেপির সভা করলে সেখানে অতিরিক্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। তাতে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে। পাশাপাশি আরও বলা হয়েছে, সভার বিষয়ে ১৫ দিন আগে আবেদন করার কথা ছিল। কিন্তু তা মানা হয়নি শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। 

যদিও বিজেপি বিধায়ক অন্য কথাই বলছেন এবং তাঁর নিশানায় আছে রাজ্য সরকার। শুভেন্দুর বক্তব্য, স্থানীয় থানা এবং বিডিও সভার জন্য প্রাথমিক অনুমতি দিয়েছিলেন গত ১৯ মে। কিন্তু হঠাৎ পুলিশ অনুমতি বাতিল করে। একই সঙ্গে তিনি এও অভিযোগ করেন, হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, রাজ্যের প্রতিটি জেলায় পুলিশ একটি পোর্টাল খুলবে। সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক যে কেউ সভা-সমাবেশ বা মিছিল-মিটিং করার জন্য আবেদন করতে পারবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই পোর্টাল খোলা হয়নি। সব শুনে এদিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি বিবেক চৌধুরী।

Around The Web

Trending News

You May like