BREAKING: আবার গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী! ফিরল শীতলকুচি আতঙ্ক

BREAKING: আবার গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী! ফিরল শীতলকুচি আতঙ্ক

দেগঙ্গা: দেগঙ্গা বিধানসভার কুরুল গাছা এলাকায় ২১৫ নম্বর বুথ এলাকায় শূন্যে এক রাউন্ড গুলি চালাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনায় চাঞ্চল্য। লাঠিচার্জের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দেগঙ্গা নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালিয়েছে, জমায়েত হঠাতে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এটি চাকলার ২১৫ নম্বর বুথের ঘটনা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে বাহিনী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুথের বাইরে ওই এলাকায় বেশি কেউ ছিল না, ৫-৬ ছিল। কিন্তু হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান সেখানে এসে কয়েকজনকে তাড়া করে। পরবর্তী ক্ষেত্রেই গুলি চালানো হয়। যদিও কী কারণে এইভাবে এসে তারা গুলি চালালেন তা বুঝতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। কারণ সেখানে কোনরকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়নি। একইসঙ্গে জানানো হয়েছে প্রথমে ওই এলাকায় এসে লাঠিচার্জ করেছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও নির্বাচন কমিশন স্পষ্ট বলছে, স্থানীয় বাসিন্দারাই নাকি বিভ্রান্তি ছড়ানোর কাজ করছেন। কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়নি। অবশ্য ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তরফে বলা হয়েছিল, যে গুলি চালানোর ঘটনা ঘটেনি। এখন নির্বাচন কমিশন কার্যত দায় ফেলে দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eleven =