আবার ২০০-র ওপর আক্রান্ত শহরে, একলাফে অনেকটা বাড়ল সংক্রমণ

আবার ২০০-র ওপর আক্রান্ত শহরে, একলাফে অনেকটা বাড়ল সংক্রমণ

কলকাতা: উৎসব মিটে যাওয়ার পর কিছুটা উদ্বেগ বাড়তে শুরু করেছে। আজ রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আবারও খানিকটা বাড়ল যা অস্বস্তির বিষয়। এদিকে, দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা যাচ্ছে না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। আজ কলকাতায় আক্রান্ত আবার ২০০-র ওপর চলে এসেছে তাই উদ্বেগ রয়েছেই! তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭৮৮ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২০২ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত অনেকটা বেড়ে ১৪৬ জন। এরপরে রয়েছে হুগলি, সেখানে আক্রান্ত ৭৫, এবং তার পরে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্ত ৭০ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৯৯ হাজার ৮৭৯ জন। অন্যদিকে, একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ৭১১ জন।

অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। যা সোমবারের তুলনায় ১১ শতাংশ কম। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩২ জনের, যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১ হাজার ৯৮২ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৮৬ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৭৭ হাজার ১১৩ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৩৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *