কলকাতা: পূর্বাভাস ছিল যে পুজোয় অষ্টমী থেকে দশমী বৃষ্টি হবে। কিন্তু বাঙালির কপাল ভাল যে পুজোয় সেইভাবে বৃষ্টি হল না। একেবারে হালকা বৃষ্টি হয়ে মোটামূটি আগামীর একটা পূর্বাভাস দিয়ে দিয়েছে যদিও। এখন আবার আবহাওয়া বদলের ইঙ্গিত মিলল হাওয়া মহল থেকে। কলকাতায় ইতিমধ্যেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই অনুমান।
আবারও বৃষ্টি হওয়ার জন্য দায়ী দুটি নিম্নচাপ। ১৭ ও ১৮ অক্টোবর প্রবল জোরে হাওয়ার সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর ও আরব সাগরে দু’টি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। অন্য নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই দুটির ফলেই ফের একবার রাজ্যে বৃষ্টিপাত হবে বলেই অনুমান করা হচ্ছে। এই কারণে ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চলের মানুষ এবং মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়াও আগামী ২ দিন দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও জানান হয়েছে, প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলের চার জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সব জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, আগামী কয়েকদিন ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায় এবং এখনও কিছু জায়গায় সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। পুজোর সময় বৃষ্টিপাত সেভাবে হয়নি ঠিকই কিন্তু আপাতত আবারও বিশাল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর আরও বেশি চিন্তা বাড়িয়েছে।