কলকাতা: বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি… গত বছর শেষের দিক থেকে যে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে তা এখনও শেষ হওয়ার নাম নিচ্ছে না। একাধিকবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলা বৃষ্টির সম্মুখিন হয়েছে গত নভেম্বর মাস থেকেই। এখনও সেই একই সমস্যা বর্তমান। সম্প্রতি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই অনুযায়ী গত দু’দিন মেঘলা আকাশ ছিল। আবার সেই মেঘই ফিরে আসছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা সংলগ্ন এলাকায় বিকেলের দিকে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আরও পড়ুন- আনিস-হত্যাকাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র কলেজ স্ট্রিট
ঠিক কী বলছে হাওয়া মহল? তারা জানাচ্ছে, কলকাতা ছাড়াও ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিকেল থেকে ফের আকাশের পরিস্থিতি খারাপ হতে পারে যা থাকবে আগামী অন্তত দু’দিন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় আবার ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে সেইভাবে ঝড়ের কোনও সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামীকাল উত্তরবঙ্গের সর্বত্রই হালকা বৃষ্টি হবে বলে স্পষ্ট করে দিয়েছে তারা।
গোটা মরশুমে শীতের পথে বারবার ভিলেন হয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ শীত জাঁকিয়ে বসতেই নেমেছে বৃষ্টি৷ তাল কেটেছে ঠাণ্ডার৷ ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে কিছুটা শীত অনুভূত হলেও, সে ভাবে হাড়ে কাপুনি ধরেনি৷ তবে তারপর কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী কারণ শীত সত্যিই পড়েছিল জাঁকিয়ে। এখন আবার সেই বৃষ্টির ভ্রূকুটি। তাই শীত এবং তার আমেজ যে এবার ক্রমশ শেষের পথে যাচ্ছে তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টি দিয়েই যেমন এই বছরের শীত শুরু হয়েছিল, তা হয়তো সেই বৃষ্টি দিয়েই শেষ হতে চলেছে।