কলকাতা: তিনি একাধিকবার এমন কিছু মন্তব্য করেছেন যা বিতর্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষকে অবাক করেছে। যেমন, কৃষ্ণনগরের তৃণমূলের সাংগঠনিক সভায় গিয়ে তিনি বলেছিলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তিনি বলতে পারেন যে তৃণমূল পর্যুদস্ত হবে। আবার, বলেছিলেন, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ফের প্রার্থী হলে তিনিই জিতবেন বিজেপির টিকিটে। অনেকেই মনে করছিলেন যে তাঁর শারীরিক অসুস্থতার জন্য এমন কথা বলে ফেলছেন মুকুল রায়। কিন্তু আজ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে যা বললেন তাতে তিনি যে অসুস্থ তা মানতে একটু সমস্যা হবে। মুকুল এবার বললেন, বিজেপি বিপুল জয় পাবে রাজ্যের পুরভোটে।
শুক্রবার শান্তিনিকেতনে যান মুকুল রায়। সেখানে যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তখন তাঁর পাশে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল। সেই সময় তিনি রাজ্যের পুরভোট নিয়ে বলেন, সারা পশ্চিমবাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জিতবে পুরভোটে। এখানেই শেষ নয়। কেউ যখন তাঁকে ‘তৃণমূল’ বলতে বলে পাশ থেকে তখন তিনি আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল! এই মন্তব্য শোনার পর সকলেই চমকে যান। বড় অস্বস্তির ব্যাপার যে তখন তাঁর পাশেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাই স্বাভাবিকভাবেই এখন এই নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
এদিকে আবার তৈরি হয়েছে অন্য বিতর্ক। চলতি বছরের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মুকুল রায়। ভোটের পর তিনি ফের তাঁর পুরানো দল তৃণমূলে ‘যোগ’ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ‘যোগ’ দিয়েছিলেন তা প্রায় সব সংবাদমাধ্যমেই দেখানো হয়েছিল। এই যোগদানের পরেই বিজেপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান হয়। কিন্তু দলত্যাগ অভিযোগের শুনানিতে মুকুল রায়ের আইনজীবী দাবি করেছেন যে, মুকুল রায় কোনও দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগই দেননি!