সংক্রমণে আবার শীর্ষে কলকাতা! কোভিড নিয়ে অসচেতনতাই কি কারণ

সংক্রমণে আবার শীর্ষে কলকাতা! কোভিড নিয়ে অসচেতনতাই কি কারণ

কলকাতা: বিগত তিন মাস ঠিকঠাক ছিল। যথেষ্ট নিয়ন্ত্রণে চলে এসেছিল বঙ্গের কোভিড গ্রাফ। মাঝে দু’এক দিন মৃত্যুর খবর শোনা গেলেও লাগাতার বেশ কয়েক সপ্তাহ মৃত্যুহীন থেকেছে বাংলা। কিন্তু তিন মাসের মাথায় ফের ১০০ পার করেছে রাজ্যের করোনার দৈনিক সংক্রমণ। তাই অবশ্যভাবে চিন্তা বেড়েছে। আতঙ্কের আরও বড় কারণ হল, সংক্রমণের শীর্ষে ফের কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। তাহলে কি মানুষের অসচেতনতাই দায়ী এই বাড়বাড়ন্তের জন্য? প্রশ্ন উঠে যাচ্ছে।

আরও পড়ুন- হাইকোর্টের রায় মেনে ডিএ প্রদানে দাবি উঠল আবার, বিক্ষোভে STEA

বিগত কয়েক মাসে লক্ষ্য করলে দেখা যাবে যে রাস্তায় বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। আগে যদিও থুতনি বা জামার পকেটে মাস্ক দেখা যেত, এখন তাও যায় না। বাস হোক কিংবা মেট্রো, লোকাল ট্রেন, শপিং মল… কোথাও অধিকাংশের মুখেই মাস্ক নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ মানুষের এই মনোভাব আবার ফিরিয়ে আনতে পারে আতঙ্কের দিনগুলি। ফের একবার লাগামছাড়া হতে পারে বাংলার কোভিড সংক্রমণ। ইঙ্গিত কিন্তু তেমনই আসছে। কয়েক মাস আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এসে গিয়েছিল বলে মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকেই বলে আসছিল অসচেতন না হতে। কিন্তু মানুষ মানুষের মতো কাজ করেছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৭ জন। আক্রান্তদের মধ্যে কলকাতার বাসিন্দা ৪২, উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে সংক্রমিত ৩৫ জন। এদিকে বঙ্গের সক্রিয় রোগী এই মুহূর্তে ৫৭৫ জন। এতএব চিন্তার যে কারণ আছে তা বলাই বাহুল্য। তবে এই বৃদ্ধি শুধু যে বাংলায় তাই নয়। বিগত কয়েক সপ্তাহ ধরেই একটু একটু করে হলেও দেশে বাড়ছে সংক্রমণ। দিল্লি, কেরল, মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের বৃদ্ধি ঘটেছে ভালই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eight =