জামিনের আবেদন করাই হয়নি, আবার জেল হেফাজতে অনুব্রত

জামিনের আবেদন করাই হয়নি, আবার জেল হেফাজতে অনুব্রত

আসানসোল: আরও ১৪ দিন জেলবন্দি হয়ে থাকতে হবে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আগের জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার তাঁকে আবার আদালতে হাজির করানো হয়েছিল। সেই শুনানিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও আজ জামিনের জন্য আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। গরু পাচারের এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ।

আরও পড়ুন- ‘কুন্তলের সঙ্গে সম্পর্ক ছিল কিনা…’, সায়নীকে নিয়ে কুরুচিকর ইঙ্গিত সৌমিত্রর

সিবিআইয়ের তরফে আদালতে জানান হয়েছিল ভুয়ো অ্যাকাউন্ট এবং তার থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে। এছাড়া অনুব্রত ও তাঁর ‘ঘনিষ্ঠ’দের মধ্যে বিপুল অর্থ লেনদেন হয়েছে বলেও আদালতে দাবি করা হয়। প্রথম থেকেই আন্দাজ করা যাচ্ছিল যে শুক্রবারও কোনও ভাবেই জামিন পাবেন না অনুব্রত মণ্ডল। এদিন কেন, ঠিক কবে তিনি জামিন পেতে পারেন সেই নিয়েও কিছু স্পষ্টভাবে এখনই বলা সম্ভব নয়। তাই হয়তো তাঁর মক্কেলের জামিনের আবেদন পর্যন্ত করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। ফলস্বরূপ, তৃণমূল নেতাকে আরও ১৪ দিনের জন্য পাঠানো হল জেল হেফাজতে।