দিনহাটা: ভোট ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে কোচবিহার জেলা। ভোটের দিন সকাল থেকেও উত্তেজনা তুঙ্গে এখানে। শনিবার ভোট শুরু হওয়ার পরেই ফলিমারিতে বিজেপি এজেন্টকে খুন করার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ায় বুথে ঢুকে বিজেপি’র পোলিং এজেন্টকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর আবার গুলি চলার মতো ঘটনা ঘটল জেলায়।
কোচবিহারের দিনহাটার গিতালদহে ভোট চলাকালীন গুলি চালানোর অভিযোগ উঠল এবার। জানা গিয়েছে, গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী রাধিকা বর্মণ এবং চিরঞ্জিৎ কার্জি। ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় তাঁদের গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আহত দুই বিজেপি কর্মী জখম অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। এর আগে কোচবিহারের সিতাই থেকে বুথে আগুন লাগানো এবং ব্যালট পেপার পোড়ানোর ঘটনার কথা জানা গিয়েছে। সেখানেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই।