Aajbikel

পেট্রোল পাম্পের কর্মীকে গুলি! এলাকায় আতঙ্ক ছড়াতে আরও তাণ্ডব দুষ্কৃতীদের

 | 
gun

আসানসোল: গুলি চলা ঘটনা নিয়ে আবার উত্তাপ ছড়াল আসানসোলে। বুধবারই আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় গুলি চলার ঘটনা ঘটেছে। আর আজ একই ঘটনা ঘটল সালানপুরের একটি পেট্রল পাম্পে। পাম্পের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যদিও স্বস্তির খবর, এই ঘটনায় কেউই গুলিবিদ্ধ হননি। তবে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে। 

জানা গিয়েছে, এদিন বিকেলে সালানপুরের একটি পেট্রল পাম্পে পেট্রল ভরাতে এসে তিন যুবক এক পাম্প কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তারা লক্ষ্যভ্রষ্ট হলে ওই কর্মী বেঁচে যান। পেট্রল পাম্প থেকে পালানোর সময়েও এলাকায় আতঙ্ক ছড়াতে আরও এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল পৌনে ৪টে নাগাদ ওই তিন যুবক পাম্পে এসে ৫৫ টাকার তেল দিতে বলে। তেল দেওয়া শেষ হতেই স্কুটিতে থাকা এক যুবক আগ্নেয়াস্ত্র বার করে ওই মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। নিশানা ভুল হওয়ায় প্রাণে বাঁচেন ওই মহিলা। কী কারণে এই ঘটনা তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে অনুমান, ব্যক্তিগত কোনও আক্রোশ থেকেই এই কাজ করা হয়েছে। 

উল্লেখ্য, আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় বোনকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। ১৮ বছরের ওই তরুণীকে গুলি করে বাড়ি ছেড়ে চলে যায় দাদা বলে স্থানীয়রা জানিয়েছে। এই ঘটনার এক দিন পর আবার গুলির চলার ঘটনা আমজনতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। 
 

Around The Web

Trending News

You May like