এলোপাথাড়ি গুলি করে খুন সাতসকালে, আবার আতঙ্ক ভাটপাড়ায়

এলোপাথাড়ি গুলি করে খুন সাতসকালে, আবার আতঙ্ক ভাটপাড়ায়

ভাটপাড়া: সাতসকালে চায়ের দোকানে বসে ছিল ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ী। চায়ের সঙ্গে চলছিল ধূমপান। ঠিক সেই সময় আচমকা তাকে ঘিরে ধরে বেশ কয়েক জন। চলতে থাকে এলোপাথাড়ি গুলি। মাথা, বুক ভেদ করে দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। আবারও আতঙ্কের কারণে সংবাদ শিরোনামে এই এলাকা।

আরও পড়ুন: নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল, নাগাড়ে বৃষ্টি কি শুরু হবে বঙ্গে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ড বাকড় মহল্লা এলাকায় চায়ের দোকানে বসে ধূমপান করছিল ওই ব্যবসায়ী। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল সে। এদিন সকালে আচমকাই তাকে ঘিরে ধরা হয় এবং গুলি চালানো হয় খুব কাছ থেকেই। গুরুতর জখম অবস্থায় তাকে পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতা, কী কারণে এই খুনের ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকায় আতঙ্ক ছেয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seven =