rain
কলকাতা: শীতের আগমনী বার্তা নিয়ে ইতিমধ্যেই হেমন্ত। কিন্তু এরই মাঝে আবার বৃষ্টির পূর্বাভাস চলে এল। আগামীকাল অর্থাৎ ১ নভেম্বর থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আংশিক বৃষ্টি হলেও মূলত উত্তরবঙ্গের দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া আর কোনও জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই।
অক্টোবর ফুরোনোর আগেই দক্ষিণবঙ্গ জুড়ে শরতের হিমেল পরশ৷ শীত আসার আমেজ বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে মানুষ৷ যদিও শীত আসতে এখনও ঢের দেরি বলেই জানানো হয়েছে। কিন্তু এই সময়ে বৃষ্টি হলে যে ঠান্ডা ঠান্ডা ভাব তৈরি হবে তা বলাই বাহুল্য। যদিও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা, হাওড়ার মতো দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনার কথা বলেনি হাওয়া অফিস। বরং তারা জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের ওপর একই রকম থাকবে। তবে ৩ নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সেটিও অবশ্য দু’একটি জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, ২ থেকে ৪ তারিখ পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। এই সপ্তাহে আগামী ক’দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাই শীত শীত ভাব পরিলক্ষিত হবে না তেমন। তবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পুরোপুরি ঠান্ডার আমেজ তৈরি হয়ে যাবে।