সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা, নতুন করে ঘনীভূত নিম্নচাপে বৃষ্টির ভ্রূকুটি

সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা, নতুন করে ঘনীভূত নিম্নচাপে বৃষ্টির ভ্রূকুটি

কলকাতা: বৃষ্টি থেমে আপাতত রোদ ঝলমল আকাশ৷ কমেছে তাপমাত্রার পারদও৷ তবে জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা আপাতত নেই৷ বরং সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রা৷ এক নিম্নচাপ কাটতে না কাটতে আরও এক নিম্নচাপের ভ্রূকুটি৷ ঠাণ্ডা ঢোকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা৷ 

আরও পড়ুন- ‘সবটাই হোয়াইটওয়াশ! নাটকবাজি দেখে মানুষ ক্লান্ত’, প্রশাসনিক বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের

নিম্নচাপের জেরে রবিবার বা  সোমবার ফের বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপের অভিমুখ সম্ভবত তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। নিম্নচাপের অভিমুখ দক্ষিণে থাকলেও এর জেরে আরও একবার বঙ্গে ধাক্কা খাবে শীত৷ সঙ্গে চিন্তা বাড়াবে বৃষ্টি৷ 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষে নিম্নচাপের অক্ষরেখাটির অবস্থান হবে আরব সাগর এবং মধ্য বঙ্গোপসাগরের ওপরে৷ যার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকতে শুরু করবে৷ যা বাধা দেবে শীতের গতিপথে। ফলে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ দেরি৷ অপেক্ষা করতে হবে ১৫ ডিসেম্বর পর্যন্ত৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস৷ 

নভেম্বর পড়তেই রাজ্যে ঢুকতে শুরু করছিল উত্তুরে হাওয়া৷ সেই পথে বাধা হয়ে দাঁড়ায় পূবালি বাতাস। যার জেরে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছিল। যার প্রভাবে গত কয়েকদিন উপকূলবর্তী জেলাগুলিতে ঝিরঝিরি বৃষ্টিও হয়েছে৷ সেই মেঘ সরলেও নতুন করে শীতের আমেজ ভেস্তে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =