সরকার মন্ত্রী-নেতাদের বেতন বাড়াচ্ছে, এদিকে ডিএ মিলছে না! ক্ষুব্ধ সংগঠন

সরকার মন্ত্রী-নেতাদের বেতন বাড়াচ্ছে, এদিকে ডিএ মিলছে না! ক্ষুব্ধ সংগঠন

da

কলকাতা: রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন আবার বাড়িয়েছে রাজ্য সরকার। আজ বিধানসভা থেকে এমন ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সংগঠন। তারা মহার্ঘ ভাতা বা ডিএ প্রসঙ্গ তুলে নিশানা করেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে। 

সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, যারা মানুষের সেবা করার উদ্দেশ্যে মন্ত্রী বা বিধায়ক হয়েছেন তাঁরা অহরহ নিজেদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ বাড়িয়ে নিচ্ছেন। অথচ সরকারি কর্মচারীরা, শিক্ষকদের তাঁদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন না। সরকার তাঁদের নিয়ে চিন্তিত নয়। এদিকে বঞ্চিত বেকারদের নিয়োগ নেই, চুক্তিভিত্তিক কর্মচারীদের ন্যূনতম বেতন কাঠামো নেই। এটা কোনও ভাবেই আর্থিক সঙ্কটের নমুনা নয়। তাঁর দাবি, অবিলম্বে সমস্ত কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মিটিয়ে দেওয়া হোক এবং বঞ্চিতদের বঞ্চনা দূর করা হোক।

প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই রাজ্য সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’ তবে তিনি নিজের বেতন বৃদ্ধি করবেন না। এর আগে বিধায়কদের বেতন ছিল মাসে ১০ হাজার টাকা। সেটাই এবার একলাফে বেড়ে হল ৫০ হাজার টাকা। অন্যদিকে, রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়াও, রাজ্যের পূর্ণমন্ত্রীরা এতদিন মাসে ১১ হাজার টাকা পেতেন। তাঁরা এবার থেকে বেতন বাবদ পাবেন ৫১ হাজার টাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =