Aajbikel

বেহালার পর হরিদেবপুর, ট্যাক্সির ধাক্কায় আহত শিশু

 | 
দুর্ঘটনা

কলকাতা: বেহালা চৌরাস্তার দুর্ঘটনায় শিশু মৃত্যুর কথা কেউ ভুলতে পারেনি। এখনও বেহালার মানুষের মনে চাপা ক্ষোভ রয়েছে পুলিশ-প্রশাসনের ওপর। তবে পথ দুর্ঘটনার খবর আসা বন্ধ হচ্ছে না। বেহালার ঘটনার কিছুদিন যেতে না যেতে আবার কলকাতার রাস্তায় দুর্ঘটনায় জখম হল শিশু। বেহালার পর এবার হরিদেবপুরে এমন ঘটনা ঘটেছে। স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় এবারও আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সে। 

বেহালার বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের মৃত্যুর শোক এখনও গম্ভীর করে রেখেছে বাংলার মানুষকে। এই পরিবেশের মধ্যেই হরিদেবপুরের এই ঘটনা চাঞ্চল্য বাড়াল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল ওই দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় আচমকা এক হলুদ ট্যাক্সি চলে আসে। তাতেই ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। 

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহালা ঘটনার মতো এখানে গাড়ি চালকের অতটা ভুল ছিল না। আসলে স্কুলে সামনে চলে আসায় ওই ছাত্র আচমকাই বাবার হাত ছাড়িয়ে দৌড় দেয় বলে খবর। তখনই উল্টোদিক থেকে আসছিল ওই ট্যাক্সি। কোনও রকমে নিয়ন্ত্রণ রাখতে পারলেও তাতে ধাক্কা লাগে শিশুটির। ছিটকে পড়ে সে। এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা এসে ওই আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গিয়েছেন শিশুটির বাবা।   

Around The Web

Trending News

You May like