যেটা হচ্ছে, ঠিক হচ্ছে না! পার্থ ইস্যুতে আদালতে 'ধমক' খেল CBI

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে এর আগে আদালত অনেকবার প্রশ্ন তুলেছিল। এবার এই ঘটনায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতেও আদালতে প্রশ্নের মুখে পড়ল তারা। তবে শুধু প্রশ্ন নয়, বিচারক কার্যত ধমক দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বললেন, যেটা হচ্ছে, ঠিক হচ্ছে না! কিন্তু এমন মন্তব্য করতে হল বিচারককে? ঠিক কী ঘটনা ঘটেছে?
আরও পড়ুন- মমতার কাছে শিশুর নামকরণের আবদার নিয়ে হাজির মা, অভিনব নাম দিলেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার আলিপুরে জেলা দেওয়ানি এবং দায়রা আদালতে শুনানি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মামলার। সেই মামলাটির শুনানিতেই সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। জানতে চান, তদন্তে আর কতদিন সময় লাগবে? তাঁর মন্তব্য, যাঁরা অভিযুক্ত, তাঁদেরও কিছু অধিকার থাকে। অনির্দিষ্ট কাল ধরে তদন্ত চলতে পারে না। এক কথায়, বিচারক সিবিআই তদন্তের গতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি সিবিআইয়ের কাছে জানতে চান, চার্জশিটে যে বাকি অভিযুক্তরা আছে তারা কোথায়? কারও বয়ান, কারও ব্যাঙ্কের স্টেটমেন্ট, কারও জবানবন্দি নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে।
এরপরই সিবিআইয়ের তরফে আরও অল্প সময় চাওয়া হয়। তারা জানায় বিস্তারিত তদন্ত চলছে তাই কিছুটা সময় লাগবে। তারা এও জানায়, ব্যাঙ্কের কিছু তথ্য নেওয়া হয়েছে আরও কিছু দরকার। তবে বিচারক তাঁদের আগেই হুশিয়ারির সুরে বলে দিয়েছেন যে, যা হচ্ছে তা ঠিক নয়। এই পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মন্তব্য করেন, এ তো ‘তারিখ পে তারিখ’-এর মতো চলছে।