ভোটপর্ব মিটলেও শেষ হচ্ছে না হিংসা! ভাঙড়ে আবার বোমাবাজি

ভোটপর্ব মিটলেও শেষ হচ্ছে না হিংসা! ভাঙড়ে আবার বোমাবাজি

ভাঙড়: পঞ্চায়েত ভোট শেষ, পুনঃনির্বাচন শেষ, গণনা শেষ। কিন্তু ভাঙড়ে হিংসা শেষ হচ্ছে না। বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জায়গার মতো ভাঙড়ও ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল। ভোটপর্ব সম্পূর্ণ মিটে যাওয়ার পরেও সেখানে উত্তেজনা কমেনি। আজও ভাঙড়ে বোমাবাজি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, চালতাবেড়িয়ায় বোমা ফেটে আহত হয়েছেন একাধিকজন। সকলেই আইএসএফ সমর্থক বলে খবর। 

স্থানীয় সূত্রে মারফত জানা যায়, আইএসএফের শক্ত ঘাঁটি চালতাবেড়িয়ায় সামান্য ব্যবধানে এবার তৃণমূল জিতেছে। তাই গণনা শেষ হয়ে গেলেও এখানে অশান্তির আঁচ ছিল। তার ফলেই আবার নতুন করে  বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর বোমা ফেটে আহত হয়েছেন যে চার জন, তারা সকলেই নওশাদ সিদ্দিকী অনুগামী বলে জানা গিয়েছে। এর আগে মঙ্গলবার এই চালতাবেড়িয়ারই কাঁঠালিয়ায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল তিন জনের। তার মধ্যে দু’জন ছিলেন আইএসএফ কর্মী। এমনিতেই এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তার মধ্যেই আবার এই ধরনের ঘটনা। 

যদিও এলাকায় পঞ্চায়েত ভোটে জয়ী তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, দল কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বরং আইএসএফের সমর্থকেরা আসলে বোমা বাঁধার কাজ করছিলেন। সেই বোমা দুর্ঘটনাবশত ফেটে গিয়েই এই ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আহতরা হাসপাতালে ভর্তি আছেন। আপাতত কোনও মৃত্যুর খবর মেলেনি পুলিশের পক্ষ থেকে। তবে নির্বাচন পরবর্তী হিংসা এবং অশান্তি এড়াতে ভাঙড় জুড়ে মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =