৪-৫ বোমা ফেটে বিস্ফোরণ দিনহাটায়, শিশু-সহ জখম একাধিক

৪-৫ বোমা ফেটে বিস্ফোরণ দিনহাটায়, শিশু-সহ জখম একাধিক

কলকাতা: হিংসার পর হিংসার ঘটনা ঘটে চলেছে বাংলায়। পঞ্চায়েত ভোটের আর মাত্র ৪ দিন বাকি, তার আগে আবার অশান্তির ঘটনা ঘটল কোচবিহারের দিনহাটায়। এবার বোমা বিস্ফোরণের ঘটনায় শিশু-সহ আহত হল একাধিক। অভিযোগ, এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই বোমা ফেটেই বিপত্তি হয়েছে। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সবার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। 

পঞ্চায়েতের মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যের একাধিক জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। ভাঙড়, ক্যানিংয়, বাসন্তীর মতো দিনহাটাও এমনই এক জায়গা ছিল। সম্প্রতি সেখানে ঘুরে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। হিংসা থামাতে কড়া বার্তাও দিয়েছেন। কিন্তু বোঝা যাচ্ছে, তাতে কোনও লাভই হয়নি। মঙ্গলবার দিনহাটার গোসানিমারির ২ গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্তত ৪-৫টি বোমা ফাটে বলে দাবি করছে স্থানীয়রা। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি ওই ব্যক্তির থেকে বোমা কেনে।

বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে বলেছে, যে বাড়িতে বোমা ফেটেছে সে তৃণমূল সমর্থক। পঞ্চায়েত ভোটে আতঙ্কের আবহ তৈরি করতেই তৃণমূল তাঁকে দিয়ে এই কাজ করাচ্ছিল। সব মিলিয়ে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীষণই আতঙ্কিত হয়ে পড়েছে। আর ভোটের পরিবেশ কী হবে, সেই নিয়েও শঙ্কা আরও বেশি করে বাড়ছে।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =