×

বাল্মীকি যদি আবার রত্নাকর হয়? নিয়োগ দুর্নীতি মামলায় উঠল প্রশ্ন 

 
হাইকোর্ট

কলকাতা: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এর আগে লেডি ম্যাকবেথের প্রসঙ্গ টেনেছিল কলকাতা হাইকোর্ট। তারপর বাল্মীকির সঙ্গেও তুলনা টানা হয় স্কুল সার্ভিস কমিশনের। বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ছিল, দস্যু রত্নাকরই একদিন বাল্মীকি হয়ে উঠেছিলেন৷ স্কুল সার্ভিস কমিশন যদি নিজেদের পরিবর্তন করে...! সেই প্রসঙ্গ টেনে এবার অন্য যুক্তি দেওয়ার চেষ্টা করল নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের একাংশ। 

আরও পড়ুন- জামিনের আবেদন করাই হয়নি, আবার জেল হেফাজতে অনুব্রত

এদিন এই মামলার শুনানিতে নবম-দশমের শিক্ষকদের একাংশ আদালতে মন্তব্য করে, দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি আবার রত্নাকর হয়ে যান, তাহলে? এই প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর মত, একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না। পাশাপাশি দুর্নীতিতে তাদের কী ভূমিকা আছে সেটা খতিয়ে দেখার কথা তিনি বলেছেন নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের একাংশের আইনজীবীকে উদ্দেশ্য করে। বিচারপতির এক্ষেত্রে মন্তব্য, 'অন্যায় যে করে আর অন্যায় যে সহে...'। ১ মার্চ অর্থাৎ আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, এর আগে কমিশনকে লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। ডিভিশন বেঞ্চে গ্রুপ ডি মামলার এক শুনানি চলাকালীন বিচারপতি তালুকদারের মন্তব্য ছিল, ‘‘কমিশনের অবস্থা তো লেডি ম্যাকবেথের মতো!’’ যদিও সেই সময় এই মন্তব্যের বিশদ ব্যাখ্যা করেননি বিচারপতি। তবে এটা অনেকেরই জানা যে, উইলিয়াম শেক্সপিয়র রচিত ‘ম্যাকবেথ’-নাটকের ওই চরিত্রটি অপরাধবোধ থেকে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগে আত্মঘাতী হয়।

From around the web

Education

Headlines