‘দিদি’র আগে দলীয় প্রার্থীর নাম ঘোষণা কেষ্টর, তুঙ্গে চর্চা

‘দিদি’র আগে দলীয় প্রার্থীর নাম ঘোষণা কেষ্টর, তুঙ্গে চর্চা

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ফের কর্মিসভা ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। রামপুরহাটের পর এবার সাঁইথিয়া। তৃণমূলের বুথভিত্তিক কর্মীসভায় এবার সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হিসাবে নীলাবতী সাহার নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল। দলনেত্রীর আগেই পরপর দুবার এভাবে আগাম প্রার্থীর নাম ঘোষণা করায় অনুব্রতকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক চড়েছে। পাশাপাশি এদিন কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম কার্ড খেললেন অনুব্রত। তিনি বলেন মমতার মামারবাড়ি ও বাবার বাড়ি দুইই বীরভূমের তাই জেলার মেয়েকে ভোট দিতে হবে।

বুধবার সাঁইথিয়া ব্লকের বুথভিত্তিক কর্মিসভা অনুষ্ঠিত হয় সাঁইথিয়া হাইস্কুল মাঠে। ফুলুর, হরিসডা, দেরিযাপুর অঞ্চলের কর্মীদের নিয়ে এদিন সভা করেন অনুব্রত। কর্মীদের সঙ্গে সমীক্ষা পর্বের সময় হরিসভা অঞ্চলের মহিলা বুথকর্মীকে অনুব্রত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন  বিধানসভায় ভোট বাড়বে কিনা। বাড়ি বাড়ি যাবেন কিনা।  দিদির জন্য ভোট চাইবেন কিনা।  মহিলা বুথকর্মী জানান তারা ইতিমধ্যেই বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। এরপরই হঠাৎ মঞ্চে পাশে বসে থাকা বিধায়ক নীলাবতী সাহার নাম উল্লেখ করে তাঁকে প্রার্থী বলে ঘোষণা করে বসেন অনুব্রত।

এদিকে দলনেত্রীর আগে এভাবে ফের প্রার্থীর নাম ঘোষণা নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যেই গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। কর্মিসভায় উপস্থিত এক নেতা বলেন, তৃণমূল সুপ্রিমোর ঘোষনার আগেই রামপুরহাট বিধানসভায় প্রার্থীর নাম ঘোষনা করেছেন কেষ্টদা। তার পরে আবার নীলাবতী সাহার নাম করলেন। দলের হাইকম্যান্ডকে উপেক্ষা করে অনুব্রতর প্রার্থীর নাম ঘোষণা করা নিয়ে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে।

গত শুক্রবারই রাজ্যের কৃষিমন্ত্রী তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেন অনুব্রত। প্রার্থীর নাম ঘোষনা করে কেন বার বার নিযম দলের নিয়ম ভাঙছেন? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘আমি প্রার্থীর নাম ঘোষনা করি নাই। বলছি দিদি দাঁড় করাবে। কারণ ও রানিং এমএলএ। ভালো কাজ করছে। যোগ্য প্রার্থী। মানুষ চাইছে।’’ সাঁইথিয়ার বর্তমান বিধায়ক নীলাবতী সাহা অবশ্য এই বিষয়ে যথেষ্ট সংযমী। তিনি বলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা। তার আলাদা করে কিছু বলার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *