কলকাতা: একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। ইতিমধ্যে বেশ কয়েক জন গ্রেফতার হয়েছেন এবং তাবড় কিছু ব্যক্তিত্বের ওপর নজর রয়েছে গোয়েন্দাদের। সেই প্রেক্ষিতে শেষ কয়েক দিন ধরেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে আধিকারিকরা। শনিবার ফের কলকাতার একাধিক অঞ্চলে এই তল্লাশি অভিযান চালাল ইডি। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকা সহ গার্ডেন রিচ অঞ্চলেও হানা দিয়েছে তাঁরা।
আরও পড়ুন- ‘ভেবেছিলাম নিজে রান্না করে মাংস ভাত খাওয়াব …’, অভিষেকের জন্মদিনে শোকে পাথর বাবা
মূলত আর্থিক দুর্নীতির বিষয় নিয়েই এই তল্লাশি অভিযান বলে ধারণা করা হচ্ছে। সূত্রের খবর, পার্ক স্ট্রিট এলাকায় এক আইনজীবীর খোঁজে হানা দেন ইডি, অন্যদিকে গার্ডেন রিচ এলাকাতে এক ব্যক্তির সন্ধানে গিয়েছিলেন তাঁরা। দুই ব্যক্তির আগে থেকে যোগাযোগ আছে বলে খবর। সেই প্রেক্ষিতেই দুই জায়গায় হানা দিয়েছিল গোয়েন্দা সংস্থা। ওই আইনজীবীর আবাসনে কিছুক্ষণ তল্লাশি চালান হয়, বাকি বাসিন্দাদের সঙ্গেও ইডি কথা বলেছে বলে জানতে পারা যাচ্ছে। এর আগে সম্প্রতি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ৷ তারপর তাঁকে আবার ইডি তলব করেছে।
কয়লা পাচার কাণ্ডেই আগে একবার মলয়কে ইডি নোটিস পাঠিয়েছিল। কিন্তু সেবার তিনি তলবে সাড়া দেননি। এবার আবার তাঁকে পাঠান হল নোটিশ। এছাড়াও চিটফাণ্ড মামলায় মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল বীজরপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে। সানমার্গ চিটফাণ্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে মঙ্গলবার ভারতীয় দণ্ডবিধির ৯১ ধারায় সুবোধকে নোটিস পাঠিয়েছিল সিবিআই।