প্রসঙ্গ বুলডোজার, তৃণমূল নেতার বাড়ি ভাঙতে বললেন দিলীপ

প্রসঙ্গ বুলডোজার, তৃণমূল নেতার বাড়ি ভাঙতে বললেন দিলীপ

মেদিনীপুর: তাঁকে ‘সেন্সর’ করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না, কোনও ইস্যুতে মন্তব্য করবেন না। স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষ নিজের মতোই আছেন। আবারও বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে তিনি। এবার বুলডোজার দিয়ে তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি ভাঙার কথা বললেন তিনি।

আরও পড়ুন: রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীই হবেন আচার্য! অনুমোদন মন্ত্রিসভার

এদিন দিলীপ উত্তরপ্রদেশ ইস্যুতে কথা বলতে গিয়ে বুলডোজার প্রসঙ্গ টেনে আনেন। বলেন, বাংলায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। যারা করছে তাদের বাড়ির ওপর দিয়েও বুলডোজার চলবে। তাঁর নিশানায় রয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা। দিলীপের কথায়, তৃণমূল নেতারা যারা উস্কানি দিচ্ছে তাদের বাড়ির ওপর দিয়ে বুলডোজার চলবে। ওয়ার্নিং দেওয়ার পরেও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের জন্য স্বাভাবিকভাবে আবার অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। বুধবার মেদিনীপুরে বিজেপির কার্যকারিণী সভায় যোগ দেন দিলীপ ঘোষ। ওই সভা শেষের পরেই তাঁকে এইসব বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়।

আসলে প্রাক্তন বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্য নিয়ে যে গণ্ডগোল সৃষ্টি হয়েছে গোটা দেশে তা থামছে না। বাংলাও অশান্তি থেকে বাদ নেই। লাগাতার কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে চারিদিকে। হাওড়া সহ একাধিক জায়গায় তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শান্তির বার্তা দিলেও তা কাজে আসেনি। বিরোধীরা তাই সরকারকে নিশানা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *