রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর চূড়ান্ত অর্থ সংকটে পর্বতারোহী স্বরূপা

কলকাতা: প্রথম বাঙালি মহিলা হিসাবে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুজ জয় করে বাড়ি ফিরলেন হাওড়ার ডোমজুড়ের বেগড়ির বাসিন্দা কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যা স্বরূপা মণ্ডল৷ স্বরূপা শিয়ালদহ স্টেশনে নামার পর তাঁর সহকর্মীরা স্বরূপাকে সংবর্ধনা দেন৷ ৫৬৪২ মিটার এলব্রুজ শৃঙ্গ জয় করার লক্ষ্যে স্বরূপার সঙ্গে আরও ৫ অভিযাত্রীর যাওয়ার কথা থাকলেও ভিসার সমস্যার কারণে তাঁরা

রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর চূড়ান্ত অর্থ সংকটে পর্বতারোহী স্বরূপা

কলকাতা: প্রথম বাঙালি মহিলা হিসাবে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুজ জয় করে বাড়ি ফিরলেন হাওড়ার ডোমজুড়ের বেগড়ির বাসিন্দা কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যা স্বরূপা মণ্ডল৷ স্বরূপা শিয়ালদহ স্টেশনে নামার পর তাঁর সহকর্মীরা স্বরূপাকে সংবর্ধনা দেন৷

৫৬৪২ মিটার এলব্রুজ শৃঙ্গ জয় করার লক্ষ্যে স্বরূপার সঙ্গে আরও ৫ অভিযাত্রীর যাওয়ার কথা থাকলেও ভিসার সমস্যার কারণে তাঁরা যেতে পারেননি৷ পরে গত ২৬ শে জুন স্বরূপা এভারেস্ট বিজয়ী দেবব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দেয়৷ পয়লা জুলাই মধ্যরাতে স্বরূপা শৃঙ্গ জয়ের জন্য প্রস্তুতি নিলেও আবহাওয়া প্রতিকূল থাকায় রাতের পরিবর্তে ২ জুলাই সকালে রওনা দেন৷ সকাল ৮ টা ২৫ মিনিটে নিজের লক্ষ্যে পৌঁছে যান স্বরূপা৷

বাড়ি পৌঁছে তাঁর এই সাফল্যের কথা তুলে ধরেন স্বরূপা৷ শৃঙ্গ জয়ের সাফল্য এলেও বিপুল পরিমাণ খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে৷ স্বরূপা জানান, শৃঙ্গ জয় করতে তাঁর ২ লক্ষ ২০ হাজার টাকা খরচ হলেও তাঁর বাবা ১ লক্ষ ৮০ হাজার টাকা যোগাড় করতে পারেন৷ বাকি ৪০ হাজার টাকা কিভাবে যোগাড় হবে, তা নিয়ে চিন্তায় স্বরূপা৷  আগামী শৃঙ্গ জয়ের খরচ হিসাবে ৩ লক্ষ টাকা কীভাবে যোগাড় হবে, তা নিয়েও চিন্তায় রয়েছে তাঁর৷

আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের স্নাতকের ছাত্রী স্বরূপা ২০১১ সালে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন৷ ২০১২ সালে ওয়াল ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ নেন তিনি৷ পরে পাহাড়ে চড়ার লক্ষ্যে ২০১৫ সালে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে বেসিক ও ২০১৬ সালে অ্যাডভানস ট্রেনিং কোর্স করেন৷ এই বছর স্বরূপা উত্তর কাশীর নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে সাচ এন্ড রেসকিউ কোর্স করে স্বরূপা চলতি বছরে শুরুতেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীতে যোগ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *