দেড় ঘণ্টা অপেক্ষা করেও সমাবর্তনে ঢুকতে বাধা, শূন্যহাতে ফিরলেন রাজ্যপাল

ইঙ্গিত আগেই ছিল৷ হলও তাই৷ বিশ্ববিদ্যালয়ে গিয়েও শূন্য হাতে ফিরে যেতে বাধ্য হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ টানা দেড় ঘণ্টা ধরে রাজ্যপাল তথা আচার্যকে ঘিরে বিক্ষোভ৷

কলকাতা: শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়া হল না রাজ্যপাল জাগদীপ ধনকরের৷ রাজ্যপালকে ছাড়াই শুরু হল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান৷ মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল৷ এদিনও তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ এরপর দেড় ঘণ্টা অপেক্ষা করে বাধ্য হয়েই তাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়৷ এমনকি উপাচার্য কেউ আচার্যর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি৷

পুরো ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপালের বক্তব্য, চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খখলারও অবনতি হয়েছে৷ মমতা সরকারের কথা সরাসরি উল্লেখ না করলেও, ইঙ্গিতে রাজ্যপাল জানিয়েছেন এই বিক্ষোভ সচেতনভাবে সংগঠিত৷ মুষ্টিমেয় কয়েকজন আগুন নিয়ে খেলছে৷ অল্প সংখ্যক পড়ুয়া বিশ্ববিদ্যালয় ঢুকতে বাধা দিচ্ছে৷

তিনি আরো জানিয়েছেন 'উপাচার্য রিমোট কন্ট্রোলে চলছেন৷ ফোনে উপাচার্যের সঙ্গে কথা বলেন রাজ্যপাল উপাচার্য জানিয়েছেন এ বিষয়ে তিনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না৷ রাজ্যপালের মতে বিশ্ববিদ্যালয় কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে উপাচার্যকেই হস্তক্ষেপ করতে হবে৷ উপাচার্য ব্যবস্থা নিতে না পারলে তিনি সরে দাঁড়ান বলেও উল্লেখ করেছেন ক্ষুব্ধ রাজ্যপাল৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেন তিনি৷

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কোড বৈঠকে যোগ দিতে গেলে পড়ুয়া এবং শিক্ষা কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল৷ বিক্ষোভের মধ্য থেকেই তৃণমূল শিক্ষা বন্ধু সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রীরা কালো পতাকা দেখিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে গো-ব্যাক স্লোগান দিতে থাকে৷ বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা জানিয়ে দেন, উপাচার্য হিসেবে রাজ্যপালকে তারা মানেন না৷ এরপর কিছুক্ষণ বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে বসে থাকার পরেও কোর্ট বৈঠকে যোগ দিতে পারেননি রাজ্যপাল৷ বাধ্য হয়েই তাঁকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *