ভোটের পর চপ-মিষ্টিতে ভুরিভোজ বাংলায়

জয়নগর: প্রতিদিনই দোকানে চপ, অমৃতি ভাজা হয়। কিন্তু, প্রতিদিন যা বিক্রি হয়, তাকে ছাপিয়ে গেল রবিবার ভোটের দিনের বেচাকেনা। জয়নগরের বিভিন্ন দোকানে সকাল থেকেই তেলেভাজা থেকে মিষ্টির চাহিদা ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। সকাল থেকেই দোকানিরা এই সব খাবার বেশি করে তৈরি করে রেখেছেন। এদিন এই দৃশ্যই চোখে পড়েছে এলাকার সর্বত্র। অনেকেই এদিন ভোট দিয়ে

ভোটের পর চপ-মিষ্টিতে ভুরিভোজ বাংলায়

জয়নগর: প্রতিদিনই দোকানে চপ, অমৃতি ভাজা হয়। কিন্তু, প্রতিদিন যা বিক্রি হয়, তাকে ছাপিয়ে গেল রবিবার ভোটের দিনের বেচাকেনা। জয়নগরের বিভিন্ন দোকানে সকাল থেকেই তেলেভাজা থেকে মিষ্টির চাহিদা ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। সকাল থেকেই দোকানিরা এই সব খাবার বেশি করে তৈরি করে রেখেছেন।

এদিন এই দৃশ্যই চোখে পড়েছে এলাকার সর্বত্র। অনেকেই এদিন ভোট দিয়ে তেলেভাজা, মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিয়েছেন, কেউ বা আবার দোকানে বসেই খাওয়া-দাওয়া সেরেছেন। একই সঙ্গে এদিন টোটোর সঙ্গে পাল্লা দিয়ে চলেছে ভ্যানো গাড়ি। কোনও ভ্যানোতে ছিল তেরঙ্গা পতাকা, কোনটায় ছিল গেরুয়া পতাকা। আবার কোনওটি ছিল লাল পতাকা। এভাবেই এদিন জয়নগরে ভ্যানোর দাপট দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *