তল্লাশির পর এখনও অধরা বেঙ্গল সাফারি পার্কের শচীন

জলপাইগুড়ি: দিনরাত তল্লাশির পরেও অধরা শচীন। বছরের প্রথমদিন সকালেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার থেকে পালিয়েছিল চিতাবাঘটি। মঙ্গলবার, দিনরাত কুনকি হাতি ও রেসকিউ টিম কাজ করলেও, শচীনের কোনও হদিশ পাওয়া যায়নি। তাকে ধরতে ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়। কিন্তু সব চেষ্টাই বৃথা। ফের এলাকায় তল্লাশির জন্য জলদাপাড়া থেকে আনা হচ্ছে আরও ২টি কুনকি হাতি।

তল্লাশির পর এখনও অধরা বেঙ্গল সাফারি পার্কের শচীন

জলপাইগুড়ি: দিনরাত তল্লাশির পরেও অধরা শচীন। বছরের প্রথমদিন সকালেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার থেকে পালিয়েছিল চিতাবাঘটি। মঙ্গলবার, দিনরাত কুনকি হাতি ও রেসকিউ টিম কাজ করলেও, শচীনের কোনও হদিশ পাওয়া যায়নি। তাকে ধরতে ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়। কিন্তু সব চেষ্টাই বৃথা।

ফের এলাকায় তল্লাশির জন্য জলদাপাড়া থেকে আনা হচ্ছে আরও ২টি কুনকি হাতি। পয়লা জানুয়ারি দিনভর বন্ধ থাকার পরে, বুধবার আংশিক ভাবে দর্শককের জন্য পার্ক খোলা হয়েছে। চালু রয়েছে শুধু কার সাফারি। পায়ে হেঁটে পার্কের অন্য এলাকায় ঘুরতে পারবেন না পর্যটকরা। বন্ধ এলিফ্যান্ট সাফারিও। মঙ্গলবারই পার্ক কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 11 =