আজ বিকেল: অবশেষে তাপদগ্ধ বাংলায় বইল ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। ক্ষণিকের এই বৃষ্টি নিদারুণ গরমকে রুখতে না পারলেও সাময়িক স্বস্তি দিয়েছে। এখনও চলেছে বৃষ্টি কোথাও ঝিরি ঝিরি কোথাও ঝোরো হাওয়া। এই বৃষ্টির আঁচ এখনও শহর কলকাতায় না লাগলেও প্রাণ জুড়িয়েছে জেলাবাসীর। তবে আকাশ কালো করে আসা মেঘ যে আরো বৃষ্টিপাত ঘটাবে তা বলাই বাহুল্য। আবহাওয়া দপ্তরের নির্দেশিকা বলেছিল, গতকাল সোমবার সন্ধ্যায় বৃষ্টি হবে। তবে সেই নির্দেশিকাকে ভুল প্রমাণিত করে আরও ২৪ ঘণ্টা পর বজ্রপাত ও বিদ্যুতের গর্জনকে সঙ্গে নিয়ে কালবৈশাখীর আগমন ঘটতে দেখা গেল।জেলার বিভিন্ন প্রান্তে এখনও চলেছে বৃষ্টি।
তবে প্রচণ্ড দাবদাহের কাছে এই বৃষ্টি নামমাত্র ছাড়া আর কিছুই নয়। রাতে ভালমতো বৃষ্টিপাত না হলে বাতাসে আদ্রতার পরিমাণ বাড়বে, তাতে অস্বস্তি বাড়তে পারে।