বন্দুকের পর এবার বাঁশ উঁচিয়ে মিছিল তৃণমূলের

বোলপুর: তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের নেতৃত্বে নানুরে বাঁশ উঁচিয়ে মিছিল। নির্বাচনের গোড়ায় নানুরের বাসাপাড়া থেকে খুঁজুটিপাড়া পর্যন্ত মিছিল হয়। ভোটারদের ভয় দেখাতে বড় বড় বাঁশ হাতে মিছিল করছে তৃণমূল বলে অভিযোগ। আগেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, নির্বাচনের আগে বুথ বুথে পাচনের বাড়িতে উর্বর জমি চাষ শুরু হবে। সেই মত নির্বাচনের ৪৮

6e28d972d11b25dbfa412f7e1fce2023

বন্দুকের পর এবার বাঁশ উঁচিয়ে মিছিল তৃণমূলের

বোলপুর: তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের নেতৃত্বে নানুরে বাঁশ উঁচিয়ে মিছিল। নির্বাচনের গোড়ায় নানুরের বাসাপাড়া থেকে খুঁজুটিপাড়া পর্যন্ত মিছিল হয়। ভোটারদের ভয় দেখাতে বড় বড় বাঁশ হাতে মিছিল করছে তৃণমূল বলে অভিযোগ।

আগেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, নির্বাচনের আগে বুথ বুথে পাচনের বাড়িতে উর্বর জমি চাষ শুরু হবে। সেই মত নির্বাচনের ৪৮ ঘন্টা আগে নানুরে হাতে বাঁশ হাতে স্লোগান দিয়ে অসিত মালের সমর্থনে মিছিল হয় তৃণমূলের। বিজেপি’র অভিযোগ, এলাকায় ভোটারদের মনে ভয় সৃষ্টি করতে বাঁশ হাতে মিছিল করছে তৃণমূল।

বন্দুকের পর এবার বাঁশ উঁচিয়ে মিছিল তৃণমূলেরঅন্যদিকে, ছবি দেখলে মনে হতেই পারে, বিহার! কিন্তু, না৷ খোদ বাংলার বুকে অস্ত্র উঁচিয়ে রাজনৈতিক দলের বাইক মিছিল৷ তাও আবার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’কে তোয়াক্কা না করেই! অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে চলল বাইক বাহিনীর মিছিল৷ প্রার্থীকে জেতাতে শাসকদলের অস্ত্র মিছিল ঘিরে বিতর্ক দেখা দিতেই অবশেষে পদক্ষেপ জেলা পুলিশের৷

পুলিশ সূত্রে খবর, অস্ত্র হাতে মিছিল করার দায়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতের নাম মেঘদূত মণ্ডল ওরফে লালু৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র৷ আজ ধৃতকে আদালতে তোলা হবে বলে খবর৷

অভিযোগ, সম্প্রতি তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়৷ সাঁইথিয়া পঞ্চায়েত এলাকায় শ’দুয়েক তৃণমূল কর্মী সমর্থক হেলমেট ছাড়াই বাইক মিছিলে অংশ নেন৷ বাইক মিছিল শুরু হতেই অস্ত্র উঁচিয়ে বাইকে সওয়ার হতে দেখা যায় নীল শার্ট পড়া এক ব্যক্তিকে৷ বাইকের সামনে তৃণমূলের পতাকা লাগানো৷ পেছনে বসে এক ব্যক্তির হাতে দেশিয় পিস্তল৷ সিনেমার নায়কের কায়দায় অস্ত্র হাতে পোজ৷ সঙ্গে বিজয় উল্লাস৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই রাজনৈতিক মহলে ছড়িয়ে উত্তেজনা৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়৷

বন্দুকের পর এবার বাঁশ উঁচিয়ে মিছিল তৃণমূলের

তবে, অস্ত্র হাতে মিছিল করার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদেক দাবি, শান্তিপূর্ণ সাঁইথিয়ায় এই ধরনের কোনও ঘটনায় ঘটতে পারে না৷ বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতেই অস্ত্র হাতে মিছিল করেছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *