‘উন্নয়নে’র পর এবার পাঁচন-তত্ত্ব অনুব্রতর মুখে

উন্নয়ন-র পর ইদানীং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পাঁচনের দাওয়াই-র তত্ত্ব নিয়ে কার্যত হুমকি দিয়ে বেড়াচ্ছেন সভার পর সভায়। সংবাদমাধ্যমও বেশ রসিয়ে করছে তাঁর সংবাদ। এবার নেতার কাছে আনুগত্য পেতে পাঁচনকেই হাতিয়ার করল বীরভূমের মুরারই ২নং ব্লকের তৃণমূল নেতারা। শনিবার ব্লকের প্রকাশ্য সভায় অনুব্রত মন্ডলের হাতে ব্লক কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হল যথেষ্ট খরচ করে

‘উন্নয়নে’র পর এবার পাঁচন-তত্ত্ব অনুব্রতর মুখে

উন্নয়ন-র পর ইদানীং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পাঁচনের দাওয়াই-র তত্ত্ব নিয়ে কার্যত হুমকি দিয়ে বেড়াচ্ছেন সভার পর সভায়। সংবাদমাধ্যমও বেশ রসিয়ে করছে তাঁর সংবাদ। এবার নেতার কাছে আনুগত্য পেতে পাঁচনকেই হাতিয়ার করল বীরভূমের মুরারই ২নং ব্লকের তৃণমূল নেতারা। শনিবার ব্লকের প্রকাশ্য সভায় অনুব্রত মন্ডলের হাতে ব্লক কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হল যথেষ্ট খরচ করে বানানো রূপোর পাঁচন। ঝকঝকে সেই রূপোর পাঁচনের সাথে একটি আসল পাঁচনও তুলে দেওয়া হয় অনুব্রতের হাতে। সভাশেষে অনুব্রত বলেন, খুব সুন্দর পাঁচন দিয়েছে আমায়। সঠিক সময়ে এই পাঁচন কাজে লাগানো। পাঁচনের বাড়ি যখন পড়বে তখন বুঝতে এর কি আরাম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =