ছ’মাস পর গড়াল জনতা লোকাল! কাজে ফিরলেন হকাররা

ছ’মাস পর গড়াল জনতা লোকাল! কাজে ফিরলেন হকাররা

কলকাতা: প্রায় ৬ মাস পর কোভিড বিধি মেনে আজ রবিবার ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হল লোকাল ট্রেন। নবান্ন থেকে রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল রবিবার থেকে চালু হবে লোকাল ট্রেন। সেইমতো কোভিড সতর্কতা হিসেবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এদিন সকাল থেকে চালু হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ট্রেন যাত্রীরা।

তারা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। হাওড়া স্টেশনে যাত্রীদের বক্তব্য, এতদিন স্টাফ ট্রেন চললেও তাতে যাত্রীদের প্রচুর ভিড় হচ্ছিল। এই কারণে সেখানে কোভিড বিধি মানা সম্ভব হচ্ছিল না। এখন লোকাল ট্রেন চললে এবং ট্রেনের সংখ্যা বাড়লে যাত্রীদের সেই ভিড়ের চাপ থাকবে না। সকলেই সুষ্ঠুভাবে ট্রেনে যাতায়াত করতে পারবেন। কর্মক্ষেত্রে বা অফিস যেতেও আর সমস্যা থাকবে না। ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।

একই ছবি উঠে এসেছে  শিয়ালদহ রানাঘাট শাখায়৷ আগের টাইম টেবিল অনুযায়ী শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, গেদের উদ্দেশ্যে রওনা দেয় লোকাল ট্রেন। ছ মাস পর লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি সাধারণ যাত্রীরা।

খুশি রেলযাত্রী থেকে সাধারন ব্যবসায়ী থেকে হকারেরা। প্রসঙ্গত, গত ৫ মে থেকে রাজ্যে কোভিড পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার জন্য রাজ্যসরকারের নির্দেশে বন্ধ থাকে লোকাল ট্রেন। দীর্ঘ প্রায় ৬ মাস লোকাল ট্রেন বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সহ রেলের অসংখ্য হকারেরা। অনেক মানুষই একপ্রকার কর্মহীন হয়ে পড়েছিলেন। বিশেষকরে যারা রেলে হকারী করে কোনরকম জীবনযাপন করতেন। লোকাল ট্রেন শুরু হওয়ায় খুশি সাধারন মানুষ। পূর্ব মেদিনীপুরের প্রায় সব স্টেশনই সকাল থেকে সেই পুরানো ছন্দে ফিরল। বেলা বাড়তেই রেল যাত্রীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। তবে যাত্রীদের দাবী, ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। সাধারন মানুষ কোভিড নিয়ম নীতি মেনেই ট্রেনে চলাফেরা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 8 =