RJD-র পর SP, তৃণমূলকে ক্ষমতায় ফেরাতে মমতার পাশে থাকার বার্তা অখিলেশ যাদবের

RJD-র পর SP, তৃণমূলকে ক্ষমতায় ফেরাতে মমতার পাশে থাকার বার্তা অখিলেশ যাদবের

কলকাতা: একুশের ভোটের আগে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ৷ একের পর এক নেতা যখন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখেয়েছে, তখন  তৃণমূল কংগ্রেসের সমর্থনে এগিয়ে এল একের পর এক রাজনৈতিক দল৷  বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ শক্তি দিয়ে সমর্থনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব৷ এবার তৃণমূল কংগ্রেসের পাশা থাকার বার্তা দিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি৷ 

আরও পড়ুন-  কয়লা-কাণ্ডের জট কাটাতে এবার তলব রেল আধিকারিকদের, ৪ মার্চ হাজিরার নির্দেশ

পশ্চিম বাংলায় আট দফা ভোটের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷  যা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অবস্থানকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে নৈতিক সমর্থনের আশ্বাস তাঁরা৷ সেই সঙ্গে তিনি বিজেপি’র কৌশল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলেও সূত্রের খবর। পাশাপাশি তৃতীয় বাবের জন্য তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন অখিলেশ যাদব৷ 

আরও পড়ুন- টলিউডে ফের ফুটল পদ্ম, গেরুয়া শিবিরে এবার শ্রাবন্তী

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ তার আগে শুরু হয়ে গিয়েছে ‘বাইশে বাইসাইকেল’ কর্মসূচি৷ এদিন প্রকাশ্য জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানান অখিলেশ৷ তিনি বলেন, ‘‘বেশি দফায় ভোট করানো বিজেপি’র পুরনো রণনীতি৷ কারণ যত বেশি দফায় ভোট হবে, তত বেশি সমস্যা তৈরি করা যাবে৷ এটাই বিজেপি’র লক্ষ্য৷ মমতাজি ঠিক কথাই বলেছেন৷’’ সেই সঙ্গে তাঁর সতর্ক বার্তা, ‘‘বুথে এজেন্টদের উপস্থিতি নিয়ে সতর্ক থাকুন৷ কেন্দ্রীয় বাহিনী এসে এই এজেন্টদের বার করে দেবে৷ কোনও ভাবেই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না৷’’

এদিকে, আজ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন লালু-পুত্র তেজস্বী যাদব৷ বিজেপি’কে চ্যালেঞ্জ ছুঁড়ে তেজস্বী বলেন, ‘‘বাংলায় আমাদের যতটুকু শক্তি রয়েছে, ততটা দিয়েই লড়াই করব৷ যেখানে প্রয়োজন হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব৷ দেশকে ভেঙে ফেলার শক্তিকে রুখতে হবে৷ সাম্প্রদায়িক শক্তির পথ রুদ্ধ করাই আমাদের লক্ষ্য৷ ওঁনারা ক্ষমতায় আসার জন্য অনেক স্বপ্ন দেখছেন৷ কিন্তু সেই স্বপ্ন কখনই পূরণ হবে না৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 20 =