‘নিখোঁজ নই! দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল’, বহরমপুরে পা রেখেই ‘পাঠানি’ ছক্কা

কলকাতা:  বহরমপুরের রাজনীতির রং বদলে ঘাসফুল ফুটিয়েছেন তিনি। দীর্ঘ পাঁচ বছরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীরে হারিয়ে সংসদ হয়েছিলেন ইউসুফ পাঠান৷ তবে ফল প্রকাশের পর থেকেই…

কলকাতা:  বহরমপুরের রাজনীতির রং বদলে ঘাসফুল ফুটিয়েছেন তিনি। দীর্ঘ পাঁচ বছরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীরে হারিয়ে সংসদ হয়েছিলেন ইউসুফ পাঠান৷ তবে ফল প্রকাশের পর থেকেই তিনি নাকি উধাও৷ তাঁর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে৷ আরও বেশি মাথাচাড়া দিয়েছে ‘বহিরাগত’ তকমা৷ তবে কি ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে আসতে তিনি প্রস্তুত নন? বহরমপুরের জন্য কতটা ভাবছেন ইউসুফ? স্থানীয় মানুষজনের দাবিদাওয়া, চাহিদারই বা কী হবে? একগুচ্ছ প্রশ্নের জবাব দিলেন তিনি৷ বুধবার বহরমপুরে পৌঁছে তৃণমূলের তারকা সাংসদ ইউসুফ পাঠান সাফ জানিয়ে দিলেন, তিনি নিখোঁজ হয়ে যাননি৷ ভোলেননি নিজের দায়িত্ব ও দায়বদ্ধতার কথাও। যা প্রতিশ্রুতি দিয়েছেন, সবটাই রাখবেন। ‘পাঠানি’ ছক্কায় একেবারে চুপ নিন্দুকদের!