নজরে হিন্দু ভোট? মমতার পর নন্দীগ্রামে মন্দিরে মন্দিরে পুজো শুভেন্দুর

নজরে হিন্দু ভোট? মমতার পর নন্দীগ্রামে মন্দিরে মন্দিরে পুজো শুভেন্দুর

নন্দীগ্রাম:  একুশের ভোটে রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নন্দীগ্রাম৷ একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী৷ আর ভোটের আগে রাজনীতির ময়দানে উভয়ের নজরেই হিন্দু ভোট৷ সেকারণেই হয়তো নন্দীগ্রাম কেন্দ্রের মন্দিরে মন্দিরে ছুটলেন দুই প্রার্থী৷ 

আরও পড়ুন-  তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নন্দীগ্রামে মন্দিরে মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী৷ আজ বৃহস্পতিবার রেয়াপাড়ার মন্দিরে পুজো দেন তিনি৷ গতকাল এই মন্দিরেই পুজো দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেয়াপাড়া ছাড়াও সোনাচূড়ার শিব মন্দির এবং পারুলবাড়ির শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু৷ আগামীকাল নন্দীগ্রামের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি৷

মঙ্গলবার নন্দীগ্রামে কর্মীসভা সেরে চণ্ডী মন্দিরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে বেরিয়ে আরও কয়েকটি মন্দির পরিদর্শন করেন তিনি৷ যান পীর স্থান মাজার পরিদর্শনেও৷ সেদিন বাসুলি মায়ের মন্দিরে পুজো দিয়ে মূর্তিতে মাল্যদান করেছিলেন মুখ্যমন্ত্রী৷ নিজের হাতে কাসর-ঘণ্টাও বাজিয়েছিলেন৷ কথা বলেছিলে পুরোহিতদের সঙ্গে৷ বুধবার গিয়েছিলেন রেয়াপাড়ার শিব মন্দিরে৷ এদিন একই ভাবে তিনটি মন্দিরে ঘুরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী৷ 

আরও পড়ুন- ‘মমতার বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পূর্বাভাস ছিল’, বিস্ফোরক দাবি পার্থর

উল্লেখ্য, নন্দীগ্রামে গতকালের ঘটনা নিয়ে এদিন মুখ খুললেন না তৃণমূলের প্রাক্তন বিধায়ক৷ বরং বিষয়টি এড়িয়ে গেলেন সুকৌশল৷ শিবরাত্রির দিন বিতর্ক এড়িয়ে জল ঢাললেন বাবার মাথায়৷ এদিন বেলা ১১টা নাগাদ সোনাচূড়ায় বাবা ত্রিলোকেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছন তিনি৷ পরনে ছিল ধুতি৷ সাধারণ পুজো দিতে গেলে ধুতিই পড়েন শুভেন্দু৷ এদিনও তাঁর ব্যতিক্রম হয়নি৷ সোনাচূড়ায় পুজো দিয়ে অঞ্জলি দেন তিনি৷ সেখান থেকে বেরিয়ে যান পারুলবাড়ি শিব মন্দিরে৷ সেখানেও শিবের মাথায় জল ঢালেন শুভেন্দু৷ 

উল্লেখ্য, নন্দীগ্রামে এই প্রথম নয়৷ প্রতিবারই শিবরাত্রির দিন এখানকার কোনও না কোনও মন্দিরে গিয়ে শিব পুজো করেন শুভেন্দু অধিকারী৷ এখানে একাধিক মন্দিরে সংস্কারের কাজও করেছেন৷ তিনি আবার রেয়াপাড়া শিব মন্দির কমিটির চেয়ারম্যান৷ তবে ভোচের আগে এবারের শিবরাত্রি রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *