মুখ্যমন্ত্রীর নির্দেশ! বাংলাজুড়ে ‘মা ক্যান্টিন’ খোলার প্রস্তুতি নিচ্ছে রাজ্য পুর দফতর

কলকাতা: বাজারে আনাজ থেকে মাছ-মাংস, সবেরই দাম আকাশ ছোঁয়া৷ এই অবস্থায় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি বাজার এবং ‘হকিং’ এলাকায়…

কলকাতা: বাজারে আনাজ থেকে মাছ-মাংস, সবেরই দাম আকাশ ছোঁয়া৷ এই অবস্থায় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি বাজার এবং ‘হকিং’ এলাকায় ‘মা ক্যান্টিন’ চালু করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ আসতেই কাজ শুরু করে দেয় রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। প্রতিটি পুরসভায় কতগুলি বাজার রয়েছে এবং সেখানে ‘মা ক্যান্টিন’ খোলার জায়গা রয়েছে কি না, দ্রুত সে কথা জানাতে বলা হয়েছে।

 

পুর দফতর সূত্রের খবর, বছর খানেক আগে একটি সমীক্ষা থেকে জানা গিয়েছিল, রাজ্যের পুর এলাকায় প্রায় ১,১০০ বাজার রয়েছে৷ এর পর নতুন করে কোনও পুরসভা এলাকায় কোনও বাজার তৈরি হয়েছে কি না, সেই তথ্য জানতে চায় পুর ও নগরোন্নয়ন দফতর। তার ভিত্তিতেই সংশ্লিষ্ট বাজার বা ‘হকিং’ এলাকায় ‘মা ক্যান্টিন’ খোলার বিষয়ে পদক্ষেপ করা হবে। বলে রাখি, ২০২১ সালে প্রথম রাজ্যে চালু হয়েছিল ‘‌মা ক্যান্টিন’‌। রাজ্য সরকারের উদ্যোগে এই ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় পাওয়া যায় ডিম–ভাত। এই ক্যান্টিন খোলায় বহু মানুষ উপকৃত হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *