স্ত্রীকে খুনের পর কাটা মুণ্ডু নিয়ে থানায় গেল যুবক, তারপর?

আজ বিকেল: হাত পা মুখ বেঁধে স্ত্রীকে কোপাল যুবক। ধর থেকে মাথাটা আলাদা করে নিল। তারপর সেই কাটা মুণ্ডু ব্যাগে ভরে সোজাথানায় হাজির যুবক। সোমবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছেদক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানায়। পুলিশকর্মীরা রাতভর ডিউটির পর একটু গা এলিয়ে বসেছিলেন। ওই যুবক টেবিলে কাটা মুণ্ডু রাখতেই তাঁদের চক্ষু চড়কগাছ। সঙ্গে সঙ্গেই ছুটতে হল ঘটনাস্থলে।

স্ত্রীকে খুনের পর কাটা মুণ্ডু নিয়ে থানায় গেল যুবক, তারপর?

আজ বিকেল: হাত পা মুখ বেঁধে স্ত্রীকে কোপাল যুবক। ধর থেকে মাথাটা আলাদা করে নিল। তারপর সেই কাটা মুণ্ডু ব্যাগে ভরে সোজাথানায় হাজির যুবক। সোমবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছেদক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানায়। পুলিশকর্মীরা রাতভর ডিউটির পর একটু গা এলিয়ে বসেছিলেন। ওই যুবক টেবিলে কাটা মুণ্ডু রাখতেই তাঁদের চক্ষু চড়কগাছ। সঙ্গে সঙ্গেই ছুটতে হল ঘটনাস্থলে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অভিজিত দাস। তার বাড়ি পাথরপ্রতিমার লক্ষ্মী জনার্দনপুর গ্রামে। এদিন কাকভোরে স্ত্রী অম্বা দাসের গলা ছোরার কোপে কেটে ফেলে সেই মুণ্ডু নিয়েই থানায় আসে সে। তবে কী কারণে স্ত্রীকে এমন নৃশংসভাবে খুন করল জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ওই দম্পতির একটি বছর তিনেকের কন্যা সন্তান রয়েছে। আগামী কাল অম্বাদেবীর বোনের বিয়ে এদিন সকালেই তাঁর স্বামী ও মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল। অম্বাদেবীর বাবা জামাইয়ের কাছে ৯০ হাজার টাকা পেতেন। সেই টাকাও শোধ করার কথা ছিল। গতকাল রাতে সামান্য সাংসারিক গোলযোগও হয় দু’জনের মধ্যে, তবে কী থেকে এত বড় ঘটনা ঘটে গেল তা কেউ বুঝতে পারছে না। তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় হতবাক পাড়ার লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =