কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় মূল তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে৷ তবে গত কয়েকদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তুমুল তৎপরতায় নয়া মোড় নিয়েছে এই দুর্নীতি মামলা৷ উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করল সিবিআই। পাশাপাশি পার্থের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও জেরা করতে চায় তাঁরা৷
আরও পড়ুন-৩ বছরে লেনদেন ৭০০ কোটি! নেওয়া হয়েছিল প্রার্থী হওয়ার টাকাও, নজরে পার্থ-অর্পিতার অ্যাকাউন্ট
সিবিআই সূত্রে দাবি, আদালতের নির্দেশে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মূল মামলার তদন্ত করছে তারা এবং সেই যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর পরেই পার্থ ও অর্পিতাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক পদস্থ কর্তার কথায়, ‘‘ইডি-র মামলা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। দু’টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলোচনার ভিত্তিতেই পার্থ ও অর্পিতাকে হেফাজতে নেওয়া হবে।’’
প্রসঙ্গত,আমানতকারীদের টাকা লুট এবং সেই টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০১৫ সালে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে প্রথমে গ্রেফতার করেছিল ইডি। পরে তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি, প্রাথমিক টেট, স্কুলের ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ পদে বেআইনি ভাবে নিয়োগ ও টাকা লুটের ঘটনায় এখনও পর্যন্ত ন’টি মামলা দায়ের করা হয়েছে৷ সেই সকল মামলার ভিত্তিতেই গত এপ্রিল থেকে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে ইডি-ও।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>