বড়দিনের পর বর্ষবরণের রাতেও কাঁপাবে শীত, আরও নামবে তাপমাত্রা

কলকাতা: নতুন বছর আসতে আর মাত্র তিন দিনের অপেক্ষা৷ এরইমধ্যে বছরশেষে শীতের আমেজে উৎসবে মেতেছে শহরবাসী৷তবে শীতের এখনও আরও বাকি৷ বর্ষবরণের রাতে তাপমাত্রার পারদ নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শুক্রবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর৷ ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির নিচে৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম৷ এখনও

বড়দিনের পর বর্ষবরণের রাতেও কাঁপাবে শীত, আরও নামবে তাপমাত্রা

কলকাতা: নতুন বছর আসতে আর মাত্র তিন দিনের অপেক্ষা৷ এরইমধ্যে বছরশেষে শীতের আমেজে উৎসবে মেতেছে শহরবাসী৷তবে শীতের এখনও আরও বাকি৷ বর্ষবরণের রাতে তাপমাত্রার পারদ নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শুক্রবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর৷ ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির নিচে৷

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম৷ এখনও পর্যন্ত এটাই কলকাতার এই মরশুমের শীতলতম দিন৷ কলকাতার পাশাপাশি পার্শবর্তী জেলাগুলিতেও কমেছে তাপমাত্রা৷ কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস৷ বারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস৷ বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ ক্যানিং ৯.০ ডিগ্রি সেলসিয়াস৷ বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস৷ পানাগড়ে তাপমাত্রা নেমেছে ৭.৭ ডিগ্রি সেলসিয়াসে৷ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস৷ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১.০ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আরও নামতে চলেছে পারদ৷ বঙ্গপোসাগরে নিম্নচাপ কমে যাওয়ায়, ইতিমধ্যেই হিমেল হাওয়া প্রবেশ করেছে রাজ্যে৷ অবস্থা এমনই থাকলে বর্ষবরণের রাতে শহরের তাপমাত্রা নামতে চলেছে ১০ ডিগ্রির নিচে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eleven =