বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পরে নারদকাণ্ডে ফের শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আগামী মঙ্গলবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ শুক্রবার, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাত ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকরা৷ এর আগে শোভন জায়া জানিয়েছিলেন, স্বামীর যাবতীয় সম্পত্তির হিসেব রাখতেন বৈশাখি। সেই কারণেই শুক্রবার তাঁকে তলব করা হয়। সূত্রের খবর, জেরায় রত্নার সব সম্পত্তি বিষয়ে ইডিকে জানান বৈশাখি৷ সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই রত্না চট্টোপাধ্যায়কে আগামী ১২ ডিসেম্বর তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ইডির জিজ্ঞাসাবাদের পরে সন্ধেয় বৈশাখি সাংবাদিকদের জানান, তাঁর কাছে আরও তথ্য রয়েছে। পরে তা তদন্তকারীদের হাতে তুলে দেবেন তিনি। এরপর রত্না চট্টোপাধ্যায়ের তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈশাখির পরে এবার রত্নার ইডির দফতরে হাজিরা
বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পরে নারদকাণ্ডে ফের শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আগামী মঙ্গলবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ শুক্রবার, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাত ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকরা৷ এর আগে শোভন জায়া জানিয়েছিলেন, স্বামীর যাবতীয় সম্পত্তির হিসেব রাখতেন বৈশাখি। সেই কারণেই শুক্রবার তাঁকে