কলকাতা: গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ সেই খবর যত না দ্রুত ছড়িয়ে পড়েছে, তার চেয়ে দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়েছে অনুব্রতকে নিয়ে করা মিম৷ বৃহস্পতিবার ছিল রাখি পূর্ণিমা৷ সেদিন সকালে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই কেউ কেউ লিখেছেন, ‘সকল তৃণমূলীদের জানাই রাখী বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা’৷ কোথাও হাতকড়ার ছবির সঙ্গে লেখা, ‘অনুব্রতকে বিশেষ রাখি পড়াল সিবিআই৷’
আরও পড়ুন- মন্ত্রিসভার বৈঠক এবার থেকে জেলে হবে! তীব্র কটাক্ষ দিলীপের
তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রতর ডাক নাম কেষ্ট৷ গরুপাচার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হতেই কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লেখে, ‘গ্রেফতার কলির কেষ্ট৷’ শুধু মিমই নয়, ছড়াচ্ছে কার্টুনও৷ একটি নির্দিষ্ট সহায়িকা বই পড়লে সাফল্য হাতের মুঠোয় আসে, সেই বই-এর বিজ্ঞাপনের অনুকরণে লেখা হয়েছে, এমপি, এমএলএ ও নেতামন্ত্রীদের প্রথম পছন্দ সিবিআই সহায়িকা৷ নীচে লেখা, ‘‘সাথে রয়েছে হাসপাতালে ভর্তি হয়ে সিবিআই-এর হাত থেকে বাঁচার প্র্যাকটিক্যাল নোট বুক৷ একদম ফ্রি৷’’ এমনকী রোদ্দুর রায়ের ছবি ব্যবহার করেও তৈরি হয়েছে মিম৷ তাঁর ছবি দিয়ে লেখা হয়েছে, আরে বস ভালো তো!
এখানেই শেষ নয়৷ অপর একটি মিমে লেখা হয়েছে, অসময়ে ‘চড়াম চড়াম’ শব্দে ঢাকের আওয়াজ!! কিছু কি হয়েছে৷ কোথাও আবার গাড়িতে আঙুল উঁচিয়ে বসে থাকা অনুব্রতর ছবির সঙ্গে লেখা হয়েছে, মহাগুরুকে আটকানো মুশকিল আছে৷ কোথাও আবার লেখা হয়েছে, ‘বেশি বড় হয়ো না ঝড়ে পরে যাবে, বেশি ছোট হয়ো না ছাগলে মুড়ে খাবে৷’ প্রসঙ্গত, এক সময় এ কথা নিজেই বলেছিলেন কেষ্ট৷ তিনি গ্রেফতার হতেই সে কথা দিয়েও তৈরি মিম৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>