নিজস্ব সংবাদদাতা, লাভপুর: সংখ্যালঘু বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজি৷ ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার ঠিবা অঞ্চলের দত্তবগতোর গ্রামে৷ সূত্রের খবর, বিজেপির মহিলা মোর্চা নেত্রী আজিজা খাতুন এর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে৷ ঘটনার খবর পেতেই আজিজার বাড়িতে পৌঁছলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা বলেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী আজিজা খাতুন ও তার পরিবারের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, বোমার দাগ মেটাতে দেওয়ালে সিমেন্ট লাগিয়ে তা রং করে চলে যাচ্ছে পুলিশ৷ একইসঙ্গে তিনি বলেন, ২০২১ এর ভোটেই মানুষ এসবের জবাব দেবে।
জানা গিয়েছে, তরুণ নেত্রী আজিজা খাতুনকে বিজেপির মহিলা মোর্চা লাভপুর বি মণ্ডলের সাধারণ সম্পাদিকার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব পেয়েই এলাকায় সংখ্যালঘু মানুষদের মধ্যে বিজেপিকে প্রতিষ্ঠিত করতে তোড়জোর করে মাঠে নেমে পড়েন আজিজা। কিন্তু তাতেই তিনি তৃণমূলের পথের কাঁটা হয়ে যান বলে দাবি আজিজার। অভিযোগ, সেই আক্রোশ মেটাতেই বুধবার রাত্রে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমাবাজির আগে এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয় দুষ্কৃতীরা। একইসঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ৷ ফলে অন্ধকারে কাউকে চিনতে পারা যায়নি বলে দাবি আজিজার।
ঘটনার তদন্তে নেমে লাভপুর থানার পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে৷